ছবি : সংগৃহীত।
বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়ের ৫৪ বছর, স্বাধীনতার আলোয় আগামীর নির্মাণ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সেমিনারে বক্তারা মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রীয় ইতিহাসের বিতর্কিত দিক এবং স্বাধীনতার চেতনা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম প্রশ্ন তোলেন, স্বাধীনতার পরপরই ক্ষমতাসীনরা কেন মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করেননি। তিনি বলেন, “পরবর্তী সময়ে একেক সরকারের আমলে নতুন নতুন মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা হয়েছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গোপন রাজনৈতিক কৌশল প্রয়োগ করা হয়েছে।”
নুরুল ইসলাম অভিযোগ করেন, এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক সুবিধা আত্মসাৎ করা হয়েছে এবং জাতির ভেতরে পরিকল্পিত বিভাজন তৈরি করা হয়েছে। তিনি বলেন, “এটি ছিল অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর রাজনৈতিক বন্দোবস্ত।”
ছাত্রশিবিরের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ছাত্রশিবির স্বাধীনতাকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে আমাদের শান্তিপূর্ণ র্যালি থেকে নিয়মিত গ্রেপ্তার করা হতো। প্রতিবছর বিজয় দিবস শেষে আমাদের হিসাব করতে হতো—কতজন কর্মী গ্রেপ্তার হয়েছেন।”
নুরুল ইসলাম বলেন, “মহান আল্লাহ ১৯৭১ সালে আমাদের পাকিস্তানি শোষণ থেকে মুক্ত করেছেন। আমরা বিশ্বাস করি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আধিপত্যবাদের গ্রাস থেকেও মুক্ত হয়েছি।”
সেমিনারে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বলেন, “১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত নানা রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের ফলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এর পেছনে ছিল অসীম আত্মত্যাগ।”
তিনি বলেন, “তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী ও শাসকগোষ্ঠী যে নির্বিচার গণহত্যা চালিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ইতিহাসের শুরুতে বিহারি গণহত্যার মতো নির্মম বাস্তবতাও আমাদের স্বীকার করতে হবে।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে রাফে সালমান রিফাত বলেন, “বঙ্গবন্ধুকে ঘিরে নানা বিতর্ক ও আলোচনা রয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ও পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি দেখা যায়। তাই ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার সাহস থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, “ইসলামী ছাত্রশিবির প্রতিবছরই স্বাধীনতা ও বিজয় দিবস পালন করে আসছে। তবে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে এই দিবসগুলো উদ্যাপন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার ও নিপীড়নের শিকার হতে হয়েছে।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com