ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৩:১০ এএম, ১৭ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

খুনিদের প্রত্যর্পণ ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজ ভারতীয় হাইকমিশনে মার্চ

প্রকাশিত : ০৩:১০ এএম, ১৭ ডিসেম্বর ২০২৫

ভারতীয় হাইকমিশনে মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য

নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশে ভারতীয় প্রভাবাধীন রাজনৈতিক দল, মিডিয়া ও সরকারি কর্মকর্তাদের চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি পালন করবে ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’।

সংগঠনটি জানিয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেবেন দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একাধিক সাবেক ও বর্তমান নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচির সার্বিক সমন্বয় ও নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকেরা।

এর আগে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে ভারতীয় আগ্রাসন।

তিনি বলেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বহু খুনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছে। তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই আমরা এই কর্মসূচির আয়োজন করেছি।’

এবি জুবায়ের আরও বলেন, ‘ভারতের মদদপুষ্ট কিছু রাজনৈতিক দল ও মিডিয়া যেন বাংলাদেশে আর কার্যক্রম চালাতে না পারে—সে দাবিতেও আমরা ভারতীয় হাইকমিশনের সামনে প্রতিবাদ জানাবো।’

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com