ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫
আল ইয়ামিন আবির, :
প্রকাশিত : ০৭:০৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের

প্রকাশিত : ০৭:০৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত ছবি

আল ইয়ামিন আবির, :

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে আকাশ থেকে অবতরণ করেন। এটি বিশ্বের বুকে একসঙ্গে সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্রশিক্ষিত প্যারাট্রুপার।

এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে এক মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে কৌশলগত মহড়া প্রদর্শন করে দর্শনার্থীদের মুগ্ধ করে।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে তেজগাঁও পুরনো বিমানবন্দরে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা ১১টার দিকে বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। অনেক দর্শনার্থীর হাতে ছিল জাতীয় পতাকা, কপালে বাঁধা ছিল লাল-সবুজের ফিতা এবং বিজয় দিবস লেখা ব্যানার ও কাপড়।

লাল-সবুজের রঙে সাজানো পোশাক পরেও বহু মানুষ অনুষ্ঠানে অংশ নেন। দর্শনার্থীদের ভিড় বেড়ে যাওয়ায় সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুরনো বিমানবন্দরের প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com