ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫
মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ০১:৩৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

বিয়ের ফাঁদে সর্বস্ব লুট: কিশোরগঞ্জে রুহুল আমিনের বিরুদ্ধে একাধিক নারীর প্রতারণার অভিযোগ

প্রকাশিত : ০১:৩৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জে রুহুল আমিনের বিরুদ্ধে একাধিক নারীর প্রতারণার অভিযোগ

কিশোরগঞ্জে রুহুল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ভুয়া পরিচয় ও মিথ্যা আশ্বাস দিয়ে কোটি টাকার কাছাকাছি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার (১৪ ডিসেম্বর) তিনজন ভুক্তভোগী নারী এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ডুবাইল এলাকার গৃহবধূ জেসমিন আক্তার (৩৮) অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী জেসমিন আক্তার পিতা মৃত আঃ মামুন ভূইয়া। তিনি পেশায় একজন গৃহিণী।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে মো. রুহুল আমিন (৪০) এর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি নিজেকে কখনো আইনজীবী, কখনো সাংবাদিক, আবার কখনো সিআইডি সদস্য পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়ে তাকে মানসিকভাবে চাপে রাখেন।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তের প্রলোভনে পড়ে তিনি আগের স্বামীকে তালাক দিয়ে রুহুল আমিনকে বিয়ে করেন। বিয়ের পর ব্যবসার কথা বলে অভিযুক্ত ব্যক্তি তার কাছ থেকে নগদ ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার গ্রহণ করেন, যার আনুমানিক মূল্য আরও প্রায় ৬ লাখ টাকা।

অভিযোগে আরও বলা হয়, ভবিষ্যতে সংসার গড়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত ব্যক্তি জেসমিন আক্তারের নামে থাকা জমির পাওয়ার অব অ্যাটর্নি নিজের নামে নেন। পরে ২৬ নভেম্বর ২০২৫ তারিখে ওই জমি ২৮ লাখ টাকায় বিক্রি করে পুরো অর্থ আত্মসাৎ করেন। টাকা বুঝিয়ে না দিয়ে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যান।

ভুক্তভোগী নারীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে মোট প্রায় ৩৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেছেন। তিনি আরও দাবি করেন, রুহুল আমিন এর আগেও একাধিক নারীকে একই কৌশলে বিয়ে করে সর্বস্ব লুট করে পালিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও এক ভুক্তভোগী নারী অভিযোগ করেন, রুহুল আমিন ভুয়া এনজিওর কাগজপত্র দেখিয়ে তাকে চাকরি দেন এবং তার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয় উত্তোলন করে প্রায় ২ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যান। বর্তমানে অভিযুক্তের মোবাইল ফোন বন্ধ রয়েছে। ওই নারী বলেন, মানুষের টাকা ফেরত দেওয়ার চাপে তিনি সুদে টাকা পরিশোধ করে নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন।

অপর আরেক ভুক্তভোগী নারী অভিযোগ করেন, বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত তার কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, পরিবারের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে সময় লাগায় অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে। তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com