ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :
প্রকাশিত : ০১:৪৯ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

তিস্তা নদী রক্ষায় তিস্তার পাড়ে দেশের বিতার্কিকদের মিলনমেলা

প্রকাশিত : ০১:৪৯ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :

তিস্তা—শুধু একটি নদীর নাম নয়; উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকার প্রশ্ন। সেই প্রশ্নকে জাতীয় আলোচনার কেন্দ্রে আনতেই তিস্তার পাড়ে মিলিত হন দেশের শীর্ষ বিতার্কিকরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিতার্কিকদের সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “BRUDF IV 3.0 জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তিস্তা নদীর পাড়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এ বছরের আয়োজনটি ছিল তিস্তা পানি আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয়ে, “বাঁচাও তিস্তা, বাঁচাও তিস্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান ইস্পাহানী। এতে বিচারক ও বিতার্কিকসহ দেশের ৩২টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রাথমিক পর্ব। উদ্বোধনী দিনে তিন রাউন্ডের ট্যাব পর্বে অংশগ্রহণকারী দলগুলো একে অপরের বিপক্ষে যুক্তি, তথ্য ও নীতিগত অবস্থানের ভিত্তিতে বিতর্কে অংশ নেয়। দিন শেষে সেরা আটটি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় এবং একই দিনে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল পর্ব।

দ্বিতীয় দিনের আয়োজন ছিল ব্যতিক্রমী ও প্রতীকী। তিস্তা নদীর পাড়ে গিয়ে বিতার্কিকরা প্রত্যক্ষ করেন নদীপারের মানুষের দীর্ঘদিনের কষ্ট, অনিশ্চয়তা ও অবহেলার বাস্তব চিত্র। এতে বিতর্ক কেবল মঞ্চকেন্দ্রিক আলোচনা না থেকে বাস্তব জীবনের সঙ্গে সরাসরি সংলাপে পরিণত হয়।

চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও রাজশাহী ইউনিভার্সিটি ডিবেট ফোরাম। ১১ সদস্যের শক্তিশালী বিচারক প্যানেলের রায়ে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিতর্কে অংশ নেন জুবায়ের হোসেন শাহেদ, রিদওয়ান মুহসিন ও জুলকার নাঈন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের সদস্য ছিলেন মো. নবাঈদ ইসলাম, মো. সায়েদ হোসেন প্রধান ও জারিফাহ জিন্নাত উসরা।

ব্যক্তিগত কৃতিত্বে জুবায়ের হোসেন শাহেদ নির্বাচিত হন ডিবেটার অব দ্য টুর্নামেন্ট এবং রিদওয়ান মুহসিন হন ডিবেটার অব দ্য ফাইনাল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে তিস্তা ইস্যুকে জাতীয় ও নীতিনির্ধারণী পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।  মুখ্য আলোচক ছিলেন সাবেক উপমন্ত্রী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুআলোচক হিসেবে বক্তব্য দেন নদী গবেষক, বেরোবি বাংলা বিভাগের অধ্যাপক ও  চিফ মডারেটর বিআরইউডিএফ ড. তুহিন ওয়াদুদ, পানি উন্নয়ন বোর্ড, উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা এবং । ইএসডিও প্রধান নির্বাহী ড. মুহাম্মদ শহিদ উজ জামান।

এছাড়াও  ইস্পাহানী টি লিমিটেড, রংপুর-এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের সভাপতি মো. রিশাদ নূর। তিনি বলেন, এই বিতর্ক প্রতিযোগিতা কেবল ট্রফি বা শিরোপার জন্য নয়; এটি একটি নদী, একটি জনপদ এবং একটি ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ানোর বুদ্ধিবৃত্তিক আন্দোলন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com