ছবি: সংগৃহীত
সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরূদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। তবে অভিযোগটি এখনও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগে থাকা অন্য তিনজন হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি করেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযোগ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযোগটি মূলত সাইবার–সংক্রান্ত। এতে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আপাতত এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com