ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:২৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

নির্বাচনে বাধা নেই, হাদির ওপর হামলাও বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

প্রকাশিত : ০১:২৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

সোমবার (১৫ ডিসেম্বর)

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের সময় দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। এসব নতুন কোনো ঘটনা নয়। ভোটের সময়  আহসানউল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াও খুন হয়েছিলেন। হাদির ওপর হামলাও বিচ্ছিন্ন ঘটনা।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হবে। সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে বলেও জানান সিইসি।
 
তরুণরা নিজেরা ভোট দেবেন, অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন মন্তব্য করে তিনি বলেন, কারণ তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক। আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। তরুণদের নিয়েই হবে এবারের ভোট।

রাজধানীর গুলশানে ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। 

দেশের অবদানে তরুণদের ভূমিকা তুলে ধরে সিইসি বলেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪-এ দেখিয়েছে। তরুণদের সৃষ্টিশীলতা এবং জ্ঞানভিত্তিক ধারণ এবং যে শক্তি আছে- এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়।
 
অনুষ্ঠানের সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এই নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের আওতায় এনেছি আমরা, যা গত ৫৪ বছরে হয়নি। আবার যারা নির্বাচনের কাজে জড়িত থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। কারাবন্দি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও এবার ভোট দিতে পারবেন। এর সঙ্গে গণভোটেরও আয়োজন করতে হচ্ছে। আশা করি, এর সঙ্গে তরুণরা থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাব। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com