ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:০১ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সাভার জাতীয় স্মৃতিসৌধ নিরাপত্তা আইন-শৃঙ্খলা বাহিনীর

প্রকাশিত : ০৫:০১ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

সোমবার (১৫ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্য

জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে সাদা পোশাকসহ প্রায় চার হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
 
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু। শ্রদ্ধায়-ভালোবাসায় সিক্ত হবে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি সামনে রেখে পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ চত্বর।
কয়েকদিন ধরেই সৌন্দর্য বর্ধনে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। শহীদ বেদি, স্তম্ভ এবং হাঁটার পথ সাজানো হয়েছে রং-তুলির আঁচড়ে। তবে বন্ধ রয়েছে জনসাধারণের প্রবেশ। অনেকেই এসে বাইরে থেকেই দেখছেন স্মৃতিসৌধ।
 
শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের ভেতরে ও বাইরে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সম্পন্ন হয়েছে ৩ বাহিনীর মহড়াও। সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। এলইডি লাইট স্থাপনসহ সম্পন্ন হয়েছে সব আনুষঙ্গিক কাজও।
 
সাভারের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চার হাজারের বেশি ফোর্স সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com