ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্বা কমান্ডার মো. রফিকুল ইসলাম,জাতীয়তাবাদী কৃষকদল কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ,থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা এহসানুল হক, হোসেনপুর উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হোসেন আলী, গনঅধিকার পরিষদের সভাপতি ইমরান হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল হক,হোসেনপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান চন্দন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com