ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫
আল ইয়ামিন আবির :
প্রকাশিত : ০৮:৫৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আল ইয়ামিন আবির :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, অত্যন্ত ব্যথিত হৃদয়ে তিনি জাতির সামনে উপস্থিত হয়েছেন। বিজয়ের আনন্দের দিনেও গভীর বেদনার সঙ্গে তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত।

তিনি জানান, গুরুতর আহত শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, সরকার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যেখানেই থাকুক না কেন— কাউকেই আইনের বাইরে রাখা হবে না।

তিনি আরও বলেন, পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়ভীতি, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক পথচলা থামানো যাবে না।

ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে সম্মিলিতভাবে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com