ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
বক্তব্যে তারেক রহমান বলেন, বিজয় দিবসের এই দিনে তিনি দীর্ঘ প্রবাসজীবনের কথা স্মরণ করছেন। প্রায় ১৭–১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে যাবেন বলে নেতাকর্মীদের জানান।
তিনি বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। প্রবাসজীবনে উন্নত দেশের নাগরিক সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা দেখলে অনেকের মনেই নিজের দেশের জন্য একই রকম আকাঙ্ক্ষা জাগে।
তারেক রহমান আরও বলেন, স্বাধীনতার পর মানুষ গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু পরবর্তীতে বাকশাল প্রতিষ্ঠা ও ভোটাধিকার হরণের মাধ্যমে সেই আশা বারবার বাধাগ্রস্ত হয়েছে।
আলোচনা সভায় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনের সময় সহজ হবে না। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে দলীয় পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ওই সভা ও বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময় দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com