ছবি : সংগৃহীত।
গুরুতর অসুস্থ ওসমান গণি ওসমান বিন হাদীকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এ বিষয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন, “হাদিকে ইউকে আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।”
এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার ফেসবুক পোস্টে জানান, ওসমান বিন হাদীর বর্তমান শারীরিক অবস্থার জন্য যে ধরনের অস্ত্রোপচার প্রয়োজন, তা সিঙ্গাপুরে যথাযথভাবে সম্ভব হচ্ছে না।
তিনি লেখেন, “আমাদের প্রিয় ভাই ওসমান গণি ওসমান বিন হাদীর প্রয়োজনীয় চিকিৎসা মূলত সিঙ্গাপুরে দেওয়া সম্ভব নয়। যে অপারেশনটি এখন জরুরি, সেটির প্রপার ম্যানেজমেন্ট সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কিংবা মাউন্ট এলিজাবেথে নেই।”
মজিবুর রহমান ভূঁইয়া আরও বলেন, যদি কোনোভাবে তাকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া যায়, তাহলে শেষবারের মতো একটি কার্যকর চিকিৎসা প্রচেষ্টা চালানো সম্ভব হতে পারে।
তিনি যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, কেউ যদি এই বিষয়ে সহযোগিতা করতে সক্ষম হন, তাহলে ওসমান হাদীর চিকিৎসা সংক্রান্ত ট্রিটমেন্ট সামারি পাঠানো হবে। আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করলে কৃতজ্ঞ থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com