তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। ছবি : সংগৃহীত
তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন উঠতেই সরব হয়ে বলেন, বাংলাদেশ থেকে কেউ ভারতে আসে না, বরং অর্থনৈতিক ও সামাজিক বহু সূচকে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। জিডিপি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর দিক থেকে বাংলাদেশ ভারতের তুলনায় এগিয়ে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২৯ জুলাই) এক সর্বভারতীয় ইংরেজি গণমাধ্যমে ভার্চুয়াল সাক্ষাৎকারে অংশ নিয়ে এসব কথা বলেন কৃষ্ণনগরের এই সংসদ সদস্য। সাক্ষাৎকারে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন উঠতেই তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, কোথায় সেই ব্যাপক অনুপ্রবেশ? কারা ভারতে আসছে? কেনইবা আসবে? সীমান্তবর্তী এলাকার প্রতিনিধি হিসেবে তিনি বলেন, কুষ্টিয়ার সীমানাঘেঁষা নদিয়া জেলার বাসিন্দা হিসেবে তিনি জানেন, এখনকার বাংলাদেশিরা কেন ভারতে থাকতে চাইবে সেই প্রশ্নই অমূলক। তিনি বলেন, দয়া করে মোদি ও অমিত শাহকে বোঝান, সবাই যে ভারতে আসতে মরিয়া—এই ধারণা থেকে যেন তারা বেরিয়ে আসেন। মহুয়া মৈত্র আরও বলেন, গত তিন বছরে প্রায় ১১ লাখ ভারতীয় নাগরিক দেশ ছেড়ে স্থায়ীভাবে বিদেশে পাড়ি দিয়েছেন, যেখানে কেউ ভারতকে ‘স্বপ্নের দেশ’ ভাবছেন না। অনেকে ‘গোল্ডেন ভিসা’ পেতে ১০ লাখ ডলার পর্যন্ত ব্যয় করছেন, কিন্তু এর বিপরীতে বাংলাদেশের দরিদ্র মানুষ ভারতে অবৈধভাবে আসছেন—এমন ধারণা ভিত্তিহীন। তিনি প্রশ্ন তোলেন, যদি সত্যিই বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত হন, তাহলে সিএএ কার্যকর হওয়ার পর মাত্র দুই হাজার আবেদন কেন এসেছে? বাস্তবতা হলো, পুরো আইডিয়াটাই একটি রাজনৈতিক ভীতি তৈরির জন্য তৈরি করা হয়েছে। বিজেপি সরকার বাংলাদেশি অনুপ্রবেশের কথা বললেও সীমান্তে বিএসএফ মোতায়েনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারেও ব্যর্থ বলে অভিযোগ করেন মহুয়া। তিনি বলেন, দুই লাখ কোটি রুপি বাজেটে বরাদ্দ করেও যদি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত না করা যায়, তাহলে দায় সরকারেরই। তিনি কটাক্ষ করে বলেন, একজন বাংলাদেশি যদি ঢুকে পড়ে, সেটার দায় সরকারের, বাংলাদেশিদের নয়। মহুয়া মৈত্রের এই বক্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলেছেন এবং বিজেপি তা অনুপ্রবেশ রোধের পদক্ষেপ বলে ব্যাখ্যা দিয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com