ছবি : সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার জন্য কঠোর আল্টিমেটাম দিয়েছেন। সম্প্রতি দুই নেতার মধ্যে গোপন ফোনালাপে ট্রাম্প স্পষ্ট ভাষায় মাদুরোকে সতর্ক করে বলেন—তিনি যদি অবিলম্বে পদত্যাগ করেন, তবে মাদুরো ও তার পরিবারকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেওয়া হবে।
মিয়ামি হেরাল্ডের তথ্যের ভিত্তিতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত ২১ নভেম্বর অনুষ্ঠিত এই ফোনালাপটি ব্রাজিল, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফোনালাপের বিষয়টি ট্রাম্প নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি।
ট্রাম্পের প্রস্তাব সরাসরি নাকচ করে দেন মাদুরো। তিনি স্পষ্ট জানান—পদত্যাগের বিনিময়ে তিনি নিজের ও তার মিত্রদের জন্য বৈশ্বিক পর্যায়ে ‘গ্লোবাল অ্যামনেস্টি’, অর্থাৎ সাধারণ ক্ষমা চান। পাশাপাশি রাজনৈতিক ক্ষমতা ছাড়লেও ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চান তিনি।
ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণার পর মাদুরো দ্বিতীয়বার আলোচনার অনুরোধ করলেও হোয়াইট হাউস কোনো সাড়া দেয়নি। এ সময় ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের বৃহৎ নৌবহর মোতায়েন করা হয়, যা মাদুরোর ওপর চাপ তৈরির কৌশল হিসেবে দেখা হচ্ছে।
সোমবার কারাকাসে হাজারো সমর্থকের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন,
“ভেনেজুয়েলা শান্তি চায়, তবে সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে দাসত্বের কোনো শান্তি কখনো মেনে নেবে না।”
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করে ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখল করতে চাইছে
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com