ঢাকা, ১৯ জুলাই, ২০২৫
সবার কথা ডেস্ক :
প্রকাশিত : ০৪:৪৯ এএম, ১৮ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

২০২৬ বিশ্বকাপে বদলে যাচ্ছে পেনাল্টিসহ একাধিক নিয়ম

প্রকাশিত : ০৪:৪৯ এএম, ১৮ জুলাই ২০২৫

ছবি : সংগৃহীত।

সবার কথা ডেস্ক :

পেনাল্টি কিক থেকে গোলের সুযোগ থাকবে শুধু একবারই—ফেরত বল থেকে গোলের সুযোগ থাকবে না, এমন নিয়ম নিয়ে আলোচনা করছে ফুটবলের নিয়মপ্রণয়নকারী সংস্থা আইএফএবি।

ব্রিটিশ দৈনিক দ্য সানের এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএফএবি এখন এমন একটি প্রস্তাব বিবেচনা করছে, যেখানে পেনাল্টি মিস হলে কিংবা গোলরক্ষক তা ঠেকাতে পারলে, খেলাটি সরাসরি গোলকিক দিয়ে পুনরায় শুরু হবে। অর্থাৎ, আর কোনো ‘রিবাউন্ড’ থেকে গোল করার সুযোগ থাকবে না।

নতুন এই নিয়ম চালু হলে ইতিহাসের অনেক স্মরণীয় মুহূর্তের পুনরাবৃত্তি আর দেখা যাবে না।

এই নিয়ম কার্যকর হলে ফুটবলের ১৩৪ বছরের পুরনো একটি রীতি বাতিল হবে, যেখানে এখন পর্যন্ত পেনাল্টি শট নেওয়ার পর বল মাঠে থাকলে তা নিয়ে খেলা চালিয়ে যাওয়া যেত।

আইএফএবির যুক্তি হলো, ‘পেনাল্টি নিজেই এমন একটি সুযোগ, যা সাধারণত ফাউলের চেয়েও বেশি সুবিধা এনে দেয় আক্রমণকারী দলের জন্য।’ একে আর বাড়তি সুযোগ দিয়ে গোল করার আরও রাস্তা খোলা রাখা প্রতিপক্ষ দলের প্রতি অন্যায়।

 ইউরো ২০২০-র সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে হ্যারি কেইনের অতিরিক্ত সময়ে নেওয়া পেনাল্টি। সেদিন সে পেনাল্টিটা ঠেকিয়ে দিয়েছিলেন ডেনিস গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল, তবে ফিরতি বলে কেইন তা পাঠান জালে। কিংবা ২০০৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জাবি আলোনসোর গোল—এগুলো এখন থেকে আর বৈধ হবে না।

 

আইএফএবি মনে করছে, এই পরিবর্তনটি পেনাল্টির সময় ‘এনক্রোচমেন্ট’ বা সময়ের আগে ঢুকে পড়া নিয়ে বিতর্ক কমাতে সাহায্য করবে এবং আক্রমণকারী দলের অপ্রয়োজনীয় সুবিধা রোধ করবে।

এছাড়া, আরও কিছু নতুন পরিবর্তনের কথাও ভাবা হচ্ছে। যেমন দ্বিতীয় হলুদ কার্ড বা কর্নারের সিদ্ধান্তে ভিএআরের হস্তক্ষেপ—যদিও সেসব শুধু তখনই প্রয়োগ হবে যখন তা ‘স্পষ্ট ভুল’ হবে এবং দ্রুত সংশোধন সম্ভব হবে।

নতুন নিয়ম কার্যকর করতে হলে ২০২৬ বিশ্বকাপের আগে, অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

 

এই নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে ফুটবলের পেনাল্টি শট ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় রচিত হবে। আক্রমণকারীদের জন্য বাড়তি সুযোগের দিন হয়তো শেষ হতে চলেছে।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ২০২৬ বিশ্বকাপে বদলে যাচ্ছে পেনাল্টিসহ একাধিক নিয়ম শিরোনাম ফেসবুকে সুসম্পর্ক তৈরি করে নোয়াখালীর যুবককে লক্ষ্মীপুর ডেকে এনে অপহরণ শিরোনাম চীনের সাথে জোরালো আলোচনা চলছে, দ্রুত বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা: কুড়িগ্রামে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিরোনাম নরসিংদী সিটি হাসপাতালে পেটে ১৮ ইঞ্চির কাপড় রেখেই সেলাই,সংকটাপন্ন প্রসূতি ! শিরোনাম গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ শিরোনাম বাসের হেল্পারের দ্বারা মারধরের স্বীকার ইবি ছাত্রী