সংগ্রহীত
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার অন্তর্গত ৭নং পূর্ব চরবাট ইউনিয়ন, দক্ষিণ চরমজিদ গ্রামের অবস্থিত কেন্দ্র বাশঁখালী সুইজ গেইট জামে মসজিদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃর্ক প্রাক-প্রাথমিক স্তর কেন্দ্রের শিক্ষক মোঃ কামাল উদ্দিনের বিরুদ্ধে
অবৈধভাবে নিয়োগ নেয়ার অভিযোগ উঠেছে।
শিক্ষকেদের পক্ষ থেকে প্রকল্প পরিচালক নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, শেরেবাংলা নগর ঢাকা-১২০৭ , উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালি। নির্বাহি অফিসার, সুবর্ণচর, নোয়াখালি। বরারর একটি স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষকেরা।
স্মারক লিপিতে উল্লেখ করা হয় সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ দিয়েছেন মোঃ কামাল উদ্দিন। কারণ নিয়োগের শর্তের মধ্যে শিক্ষাগত যোগ্যতা দাখিল/ সমমান পাশের সনদের কথা বলা হয়েছে। কিন্তু এই সকল মধ্যে একটি সনদও তার নাই। শিক্ষক কামাল উদ্দিন দুলাল মিয়ার হাট মাদ্রাসা থেকে দাখিল বোর্ড পরিক্ষায় অংশ গ্রহন করে অকৃতকার্য হয়। তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল সার্টিফিকেট পাই নাই। তিনি১৬/১৭শিক্ষাবর্ষে টেপারিং করে দাখিল সার্টিফিকেট নেয়। তখন দায়িত্বে ছিলেন এফ/এস শাহিন আক্তার। তিনি বর্তমানে চাটখিল উপজেলায় আছেন। তালিকা সংযুক্তি রয়েছে এবং কেন্দ্র কোডধ: ৩৮৫ । অতপর একই ব্যাক্তি আবার দাওরা সনদ প্রদান করেন, দায়িত্বে ছিলেন এফ/এস দায়িত্বে মাস্টার ট্রেইনার আব্দুর রশিদ। খোজ নিয়ে জানা যায় সুপারভাইজারকে মেনেজ করে কাজ গুলা করা হয়েছে। মোঃ কামাল উদ্দিন এফ/এস দায়িত্বে মাস্টার ট্রেইনার আব্দুর রশিদ। উৎকোষকারী হিসেবে কাজ করে যাচ্ছে। যে সকল শিক্ষক উৎকোষ অর্থ দিচ্ছেনা তাদের কে না জানিয়ে কেন্দ্র বাতিল ও বেতন স্থিগত করেন ও হয়রানি করছেন। নিবিড় ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে আরও কি না কি অপকর্ম এফ/এস করে থাকে। অভিযোগের বিষয়ে মো: কামাল উদ্দিন এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com