ঢাকা, ০৭ ডিসেম্বর, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১১:৫০ এএম, ২৮ জুন ২০২৫
Digital Solutions Ltd

গাজায় ২৪ ঘণ্টায় ৮১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৮ জুন ২০২৫

গাজায় ২৪ ঘণ্টায় ৮১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৮১ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে একদিনে অন্তত ৪২২ জন আহত হয়েছে।

শনিবার (২৮ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে কমপক্ষে ৫৬ হাজার ৪১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে এছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী গত ১৮ মার্চ গাজায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে ৬ হাজার ৮৯ জনকে হত্যা করা হয়, আহত হয় ২১ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অঞ্চলটির ওপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com