ঢাকা, ০৪ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:১৯ এএম, ০২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ : আইআরআই জরিপ

প্রকাশিত : ০৩:১৯ এএম, ০২ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)–এর সাম্প্রতিক এক জরিপে প্রকাশ পেয়েছে যে, বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি উল্লেখযোগ্য আস্থা প্রকাশ করেছেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ মনে করেন ড. ইউনূস তাঁর দায়িত্ব সুচারুভাবে পালন করছেন। অন্যদিকে ৭০ শতাংশ ব্যক্তি অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কার্যক্রমে সন্তুষ্টির কথা জানিয়েছেন।

আইআরআই এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন,
ড. ইউনূসের নেতৃত্বে মানুষ উন্নয়নের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তাঁর অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা—স্থিতিশীলতা, জবাবদিহি সংস্কারের ব্যাপারে স্পষ্ট প্রত্যাশা নির্দেশ করে।”

জরিপটি আইআরআই–এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ–এর পক্ষে একটি স্থানীয় প্রতিষ্ঠান পরিচালনা করে।

  • তথ্য সংগ্রহের সময়: ১৩ সেপ্টেম্বর–১২ অক্টোবর ২০২৫
  • সাক্ষাৎকার গ্রহণ পদ্ধতি: সিএপিআই (কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ)
  • নমুনা সংখ্যা: ৪,৯৮৫ জন (বয়স ১৮+)
  • এলাকা: দেশের ৮টি বিভাগ, ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা (রাঙামাটি ব্যতীত)
  • আস্থার মাত্রা: ৯৫%, সম্ভাব্য ত্রুটি ±১.৪%

জরিপে দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে।

  • ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে অত্যন্ত আগ্রহী
  • ২৩ শতাংশ জানিয়েছেন তারা কিছুটা আগ্রহী
  • জরিপে অংশগ্রহণকারী ৮০ শতাংশ বিশ্বাস করেন যে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে

পরিচালক জোহান্না কাও আরও বলেন,
বাংলাদেশিদের এই উদ্দীপনা প্রমাণ করে যে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং একটি বিশ্বাসযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

আইআরআই দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করছে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে দায়বদ্ধ ও ইস্যুভিত্তিক রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে কাজ করছে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com