ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:২০ এএম, ১১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারীর

প্রকাশিত : ০৭:২০ এএম, ১১ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা হলো। রাজনৈতিক দল, ভোটার ও সাধারণ জনগণ এখন পুরোপুরি নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচারিত সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, ভাষণে সিইসি নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই এবং প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ সব সময়সীমা ঘোষণা করেন। এতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সিইসির ঘোষণায় জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় ১৩ কোটি ভোটারের জন্য দিনটি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।

মনোনয়নপত্র জমা ও যাচাই–বাছাই

তফসিল অনুযায়ী—

  • নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

  • এরপর কঠোর যাচাই–বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে, যা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতীক বরাদ্দ ও প্রচারণা

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন এবং জনগণের কাছে তাদের ইশতেহার তুলে ধরবেন।

নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।

  • ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের পরিকল্পনা করেছে ইসি।

  • পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কমিশন।

ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা এবং ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে প্রস্তুতি শুরু হয়েছে, যাতে প্রায় ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে। মাঠের রাজনীতিতে অংশ নিতে যাওয়া দলগুলো সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বিভিন্ন আসনে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের মাধ্যমে নিজেদের প্রতিশ্রুতি জনসমক্ষে উপস্থাপন শুরু করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপি ও ইসির নিবন্ধিত অন্যান্য দল ইতোমধ্যেই এলাকায় তৎপরতা বাড়িয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com