ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের এমপি প্রার্থী ওসমান হাদির ওপর গুলি করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে নাটোর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শহর জামায়াতে ইসলামী। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আটটার দিকে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ রাশেদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আলী আল মাসুদ মিলন। এতে বক্তব্য রাখেন নাটোর–২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
বক্তব্যে অধ্যাপক ইউনুস আলী বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। জাতি একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু তফসিল ঘোষণার পরই একটি চক্র বুঝতে পেরেছে—সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। তাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। ওসমান হাদির ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।”
তিনি আরও বলেন, “প্রকাশ্যে জুলাই বিপ্লবের অন্যতম নেতৃত্বস্থানীয় ব্যক্তি ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। এতে স্পষ্ট হয়েছে সাধারণ মানুষের জানমালও নিরাপদ নয়। হামলাকারীদের পরিচয় প্রকাশ করে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।”
জেলা ছাত্রশিবির ও জামায়াতের অন্যান্য নেতারা অভিযোগ করেন—সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, ভয় ও অস্থিরতা সৃষ্টি করতেই ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে। তারা বলেন,“চাঁদাবাজি, লুটপাট ও অরাজকতার বিরুদ্ধে ওসমান হাদী বরাবরই সোচ্চার কণ্ঠস্বর। তার ওপর হামলা করে মানুষের প্রতিবাদ কণ্ঠ থামানো যাবে না। হামলাকারী চক্রকে রক্ষা করা হলে ছাত্রসমাজ বসে থাকবে না।”
অধ্যাপক ইউনুস আলী আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“সরকার যদি হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তবে তা প্রমাণ হবে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনেও ব্যর্থ। জাতির বৃহত্তর স্বার্থে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
সমাবেশ থেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় এবং নির্বাচনের আগের পরিবেশ শান্ত ও নিরাপদ রাখতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com