কুমিল্লায় পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, ভারত বাংলাদেশবিরোধী সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সময় হাজার হাজার সন্ত্রাসী পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে আশ্রয় পেয়েছে এবং বর্তমানে সেখান থেকেই তাদের লালন-পালন করা হচ্ছে। এসব সন্ত্রাসীকে অর্থ ও প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে একতরফা গুলি চালানো চলতে পারে না। আমাদের ওপর আক্রমণ হলে আমরা চুপ করে বসে থাকব না।
এনসিপি নেতা অভিযোগ করেন, নাটক ও সিনেমার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ঢুকিয়ে বাংলাদেশকে নির্ভরশীল করে রাখার চেষ্টা চলছে। তবে এখন সময় এসেছে আত্মনির্ভরশীল হওয়ার।
আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ককে ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ উল্লেখ করে হাসনাত বলেন, ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর বিরোধিতা করায় অনেককে গুলি করে হত্যা করা হয়েছে, যার শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
পথসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com