ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৬:৩৪ এএম, ১৭ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

খালেদা জিয়াকে ইঙ্গিত করে ফ্যাসিস্টসুলভ বক্তব্য, ক্ষমা চাইতে হবে: এ্যানি

প্রকাশিত : ০৬:৩৪ এএম, ১৭ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে নির্বাচনী গণসংযোগকালে বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম তার বক্তব্যের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ফ্যাসিস্টসুলভ ভাষা ব্যবহার করেছেন। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও দলীয় প্রার্থী ড. রেজাউল করিমকে উদ্দেশ্য করে এসব কথা বলেন এ্যানি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটি টকশোতে আলোচনার সময় জামায়াত প্রার্থী এমন বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি স্বীকার করেছেন—এক শ্রেণির রাজনৈতিক নেতা এতিম ও দুস্থদের অর্থ আত্মসাৎ করেছে। এ ধরনের বক্তব্য অতীতে ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরাই ব্যবহার করেছে বলে মন্তব্য করেন তিনি।

এ্যানি বলেন, জামায়াত প্রার্থী আল্লাহর কসম করে দাবি করেছেন যে তিনি খালেদা জিয়ার নাম উল্লেখ করেননি। নাম না নিলেও বক্তব্যটি কাকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে, তা স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘বেগম খালেদা জিয়া দেশে-বিদেশে সম্মানিত একজন নেত্রী। অথচ যেভাবে ফ্যাসিস্ট শক্তি তার বিরুদ্ধে কথা বলেছে, একই ভঙ্গিতে জামায়াত প্রার্থীও বক্তব্য দিয়েছেন।’

কিছু গণমাধ্যম বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমি কী প্রত্যাহার করেছি—এটা নিয়েই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যিনি নিজ মুখে স্বীকারোক্তি দিয়েছেন যে রাজনীতিবিদরা এতিম ও দুস্থদের টাকা মেরেছে, তিনি কি ফ্যাসিস্টসুলভভাবে খালেদা জিয়াকে অসম্মান করেননি? আমরা এর তীব্র নিন্দা জানাই।’

এ্যানি আরও বলেন, ‘দায়িত্ব নিয়ে বলছি—আমার নেত্রীকে অবজ্ঞা ও অপমান করা হয়েছে। শুধু বক্তব্য প্রত্যাহার করলেই চলবে না, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভিডিও রেকর্ডিং থাকার পরও আল্লাহর কসম দিয়ে অস্বীকার করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’

তিনি দাবি করেন, ড. রেজাউল করিম বেগম খালেদা জিয়াকেই উদ্দেশ্য করেই ওই বক্তব্য দিয়েছেন। তাই তাকে বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি লক্ষ্মীপুরবাসীর কাছেও ক্ষমা চাইতে হবে।

এ সময় জেলা বিএনপির নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com