নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করার ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের দাবি, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতেই এই তলব করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ সরাসরি জানাতে হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। এ সময় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ঘিরে নিরাপত্তা সংকট তৈরির পরিকল্পনার ঘোষণা দেওয়া “কিছু চরমপন্থী গোষ্ঠীর” কর্মকাণ্ডের বিষয়েও তার দৃষ্টি আকর্ষণ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে কিছু “চরমপন্থী মহল” ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, যা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। পাশাপাশি অভিযোগ করা হয়, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে প্রয়োজনীয় তথ্য বা প্রমাণ বিনিময়ও হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধকালীন যৌথ সংগ্রামের মধ্য দিয়ে। পরবর্তীতে উন্নয়ন সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলেও জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে। একই সঙ্গে কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও অন্যান্য পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে—এমন প্রত্যাশাও অন্তর্বর্তী সরকারের কাছে ব্যক্ত করেছে নয়াদিল্লি।
এর আগে বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। উল্লেখ্য, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার চার দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠানো হলো।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com