ছবি: সংগৃহীত
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে ৭৪৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিনিই প্রথম ব্যক্তি, যিনি ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হলেন।ফোর্বসের এক প্রতিবেদন অনুসারে, চার দিন আগেও ৬০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক ছিলেন মাস্ক। গত শুক্রবার একটি আদালতের রায়ে 'বেতন প্যাকেজ' ফিরে পেলে তার সম্পদে ১৩৯ বিলিয়ন ডলার যুক্ত হয়।
মাস্কের ২০১৮ সালের বেতন প্যাকেজ নিয়ে আইনি লড়াই চলছিল। এই প্যাকেজ একসময় ৫৬ বিলিয়ন ডলার মূল্যের ছিল। এর আগে একটি নিম্ন আদালত এই বিশাল অঙ্কের চুক্তিকে বাতিল করলেও দুই বছর পর ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট তা মাস্ককে ফিরিয়ে দিলো।
সুপ্রিম কোর্ট বলেছে, ২০২৪ সালের যে রায়ে ওই বেতন প্যাকেজ বাতিল করা হয়েছিল, তা যথোপযুক্ত ছিল না। এই রায়ের মধ্য দিয়ে ইলন মাস্কের প্রতি 'অন্যায়' করা হয়েছে।
র আগে, চলতি সপ্তাহের শুরুতে মহাকাশ প্রযুক্তি খাতে তার স্টার্ট-আপ স্পেসএক্স শেয়ারবাজারে আসতে পারে- এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদের মাইলফলক স্পর্শ করেন।
ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুসারে, মাস্কের সম্পদ এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com