ছবি : সংগৃহীত।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি সারাজীবন সংগ্রাম করেছেন একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ দেখার আশায়। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই স্বপ্নের সঙ্গে মিলছে না বলে মন্তব্য করেন তিনি। নিজের বয়স উল্লেখ করে তিনি বলেন, আজ যে বাস্তবতা তিনি দেখছেন, তা কোনোদিন কল্পনাও করেননি।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
এই প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মির্জা ফখরুল বলেন, কোনো নির্দিষ্ট সংবাদমাধ্যম নয়, বরং গণতন্ত্র ও নাগরিক অধিকারই এখন সবচেয়ে বেশি হুমকির মুখে। স্বাধীনভাবে চিন্তা করা ও মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, অথচ সেই অর্জনের ওপরও আজ আঘাত আসছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল বা আদর্শের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রে বিশ্বাসী সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু সচেতন থাকলেই চলবে না, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ রক্ষায় প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিবের মতে, প্রতীকী কর্মসূচি বা একাত্মতা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশপ্রেমিক সব শক্তিকে একসঙ্গে দাঁড়িয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com