ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৪৭ এএম, ২২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ক্ষোভেই কেনা মনোনয়ন কুমিল্লা-৬ আসন সাক্কুর চাঞ্চল্যকর স্বীকারোক্তি

প্রকাশিত : ০৩:৪৭ এএম, ২২ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি

নিউজ ডেস্ক :

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু জানিয়েছেন, আবেগের বশে তিনি যে মনোনয়ন কিনেছেন, সেটি ছিল একটি ভুল সিদ্ধান্ত। এ কারণে কেনা মনোনয়ন জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে সাক্কু বলেন, হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি মনোনয়ন কিনেছিলেন। পরে বিষয়টি ভেবে দেখেই তিনি বুঝেছেন—এটি সঠিক হয়নি। এজন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, তিনি ধানের শীষের রাজনীতির সঙ্গেই আছেন এবং কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত মনিরুল হক চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন এবং তা অব্যাহত থাকবে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, যদি কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পরিবর্তন করে হাজী ইয়াছিনকে প্রার্থী করা হয়, সে ক্ষেত্রে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সাক্কু বলেন, তিনি বিএনপির জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং দুইবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। তার দাবি, সর্বশেষ দুই নির্বাচনে হাজী ইয়াছিন তার শ্যালক কায়সারকে প্রার্থী করিয়ে এবং সাবেক এমপি বাহারের সঙ্গে সমন্বয় করে তার ভোট ক্ষতিগ্রস্ত করেছেন। এতে তার প্রায় ৭০ থেকে ৮০ হাজার ভোট নষ্ট হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক থাকার সময় হাজী ইয়াছিন কোনো কার্যকর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেননি। বরং তার মূল মনোযোগ ছিল সাক্কুর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নজর রাখা।

বহিষ্কার আদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে সাক্কু বলেন, মনোনয়ন ঘোষণার আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার আলোচনা হয়েছে। ওই সময় তিনি কুমিল্লা-৬ আসনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন না দিলে আসনটি ঝুঁকির মুখে পড়তে পারে বলে মত দেন। বহিষ্কার বিষয়ে তিনি কোনো মন্তব্য না করে বলেন, এটি দলীয় সিদ্ধান্ত এবং তিনি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতিই করে যাচ্ছেন।

উল্লেখ্য, কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। একই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। মনিরুল হক সাক্কু ২০২২ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল রোববার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছিলেন

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com