ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:০৪ এএম, ২২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

দেবিদ্বারে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ০৫:০৪ এএম, ২২ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি

নিউজ ডেস্ক :

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে এসব নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে শাপলা কলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

‘বাংলাদেশ জানুন কেমন জালিমের বিরুদ্ধে আবার আমাদের লড়াই করতে হবে’ শিরোনামে দেওয়া ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, গত সতেরো বছর ধরে বিএনপির যেসব স্থানীয় নেতাকর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন—এই পুনর্বাসন কার্যক্রম তাদের সঙ্গে চরম অবিচার।

তিনি আরও লেখেন, যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন এবং দলের পক্ষে অবস্থান নিয়েছেন—আজ তাদের ত্যাগকে রাজনৈতিক দেউলিয়াত্ব আড়াল করতে ব্যবহার করা হচ্ছে। এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি করুণা প্রকাশ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, কুমিল্লার বিভিন্ন আসনে বিএনপির রাজনীতি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অর্থায়নে পরিচালিত হচ্ছে বলেই তিনি আগেই অভিযোগ তুলেছিলেন। সে সময় যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, আজ তারাই শহীদ জিয়ার রাজনীতির ‘জানাজা’ পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

দেবিদ্বারবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, দীর্ঘ সতেরো বছর ধরে মাঠে থেকে লড়াই করা বিএনপি আর নির্বাচনের সময় ঢাকায় বসে ফ্যাসিস্টদের সঙ্গে আপস করা বিএনপির পার্থক্য জনগণই বিচার করবে। ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার রাজনীতি শেষ পর্যন্ত পুরো বিএনপিকে ক্ষতির মুখে ফেলবে বলেও সতর্ক করেন তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com