ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:২৩ এএম, ২১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ওসমান হাদি ছাড়াও সমাধিসৌধে চিরনিদ্রায় আরও যারা শায়িত

প্রকাশিত : ০১:২৩ এএম, ২১ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে গতকাল (২০ ডিসেম্বর) চিরনিদ্রায় শায়িত হয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদি। তার দাফন সম্পন্ন হওয়ার পর জাতীয় কবির এই সমাধিসৌধ এবং এখানে শায়িত অন্য বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

১৯৭৬ সালে মৃত্যুর পর কবি নজরুলের ইচ্ছানুযায়ী তাকে এই পবিত্র স্থানে সমাহিত করা হয়। এরপর থেকে সময়ের পরিক্রমায় এই স্থানটি কেবল কবির সমাধি নয়, বরং দেশের কয়েকজন শ্রেষ্ঠ সন্তান ও গুণী ব্যক্তিত্বের শেষ ঠিকানায় পরিণত হয়েছে।

জাতীয় কবির সমাধির পাশেই শায়িত আছেন বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন। এছাড়া এখানে সমাহিত আছেন প্রখ্যাত শিল্পী ও জাতীয় পতাকার অন্যতম নকশাকার কামরুল হাসান, যার শিল্পকর্ম বাংলাদেশের জাতীয় চেতনার সঙ্গে মিশে আছে।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মাতিন চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরীকেও এই স্থানে সমাহিত করা হয়েছে।

সর্বশেষ শহীদ শরিফ ওসমান হাদিকে এই মর্যাদাপূর্ণ স্থানে সমাহিত করার মাধ্যমে নজরুল সমাধিসৌধের প্রতীকী গুরুত্ব নতুন মাত্রা পেল। পরিবারের অনুরোধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তে তাকে এই প্রাঙ্গণে দাফন করা হয়। মূলত এই ঘটনার মধ্য দিয়েই সাধারণ মানুষের মাঝে নজরুল সমাধিসৌধের ঐতিহাসিক ও জাতীয় গুরুত্ব নতুন করে সামনে এসেছে।প্রতিদিন অসংখ্য মানুষ জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রাঙ্গণে আসলেও এখন তারা দেশবরেণ্য অন্যান্য গুণীজনদেরও স্মরণ করার সুযোগ পাচ্ছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com