ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:১৭ এএম, ১৮ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

প্রকাশিত : ০৬:১৭ এএম, ১৮ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ফাইল ছবি)

নিউজ ডেস্ক :

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান: বিএনপি

আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। খবরটি নিশ্চিত করেছে বিবিসি বাংলা।

আব্দুস সাত্তার জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা রহমান।

এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। তার এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

প্রসঙ্গত, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন তারেক রহমান। প্রায় ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। মুক্তির এক সপ্তাহ পর, একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com