ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৪৪ এএম, ১৮ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

পোস্টার নিষেধাজ্ঞা মানা হচ্ছে না, ইসির নীরবতা উদ্বেগজনক: তাসনিম জারা

প্রকাশিত : ০৩:৪৪ এএম, ১৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচনি পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকার দেয়াল

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার প্রকাশ্যে টাঙানো হচ্ছে। তবে এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, নির্বাচন কমিশন এবারের নির্বাচনে পোস্টার টাঙানো নিষিদ্ধ করেছে এবং তিনি নিজে সেই নির্দেশনা মেনে কোনো পোস্টার ব্যবহার করেননি।

পোস্টে সংযুক্ত একটি ছবির উল্লেখ করে তাসনিম জারা বলেন, তিতাস রোডের দেয়ালসহ খিলগাঁও, গোড়ান, সবুজবাগ ও মুগদা এলাকায় বিভিন্ন প্রার্থীর পোস্টারে দেয়াল ছেয়ে গেছে। তার ভাষ্য, এটি দু-একটি পুরোনো পোস্টারের ঘটনা নয়; বরং প্রকাশ্যে ও দাপটের সঙ্গে আইন অমান্য করা হচ্ছে, যা সহজেই চোখে পড়ছে।

তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে সৎ ও আইন মানা প্রার্থীদের নির্বাচনি মাঠ থেকে আড়াল করে দেওয়ার একটি কৌশল নেওয়া হয়েছে। আইন মেনে চলার কারণে তার কোনো পোস্টার নেই, অথচ যারা আইন মানছে না, তাদের ছবি সর্বত্র দৃশ্যমান।

একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনার কোনো সদিচ্ছা তিনি দেখছেন না বলেও মন্তব্য করেন। নতুন দল হিসেবে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ ভোটারদের কাছে পরিচিত করে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, পোস্টার নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এনসিপির এই নেত্রী আরও বলেন, ওসমান হাদীর ওপর গুলির ঘটনাকে নির্বাচন কমিশন যেভাবে ‘স্বাভাবিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে, তা তাদের উদ্বিগ্ন করেছে। চোখের সামনে পোস্টারের এই ‘বেআইনি মহোৎসব’ চললেও কমিশনের নীরবতা গভীর শঙ্কার জন্ম দিচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের দিন সহিংসতা বা ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলেও কমিশন তা উপেক্ষা করতে পারে। পোস্টের শেষাংশে তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন কীভাবে তৈরি হওয়া এই ‘আন-ইভেন প্লেয়িং ফিল্ড’ সংশোধন করে—সে বিষয়ে তিনি অপেক্ষা করবেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com