ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫
আল ইয়ামিন আবির :
প্রকাশিত : ১১:৩৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

জীবদ্দশায় এত বড় জানাজার নামাজ আর কখনও দেখিনি দেশবাশী

প্রকাশিত : ১১:৩৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫

মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের সমাগম।

আল ইয়ামিন আবির :

বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসা লাখো ছাত্র-জনতা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘জীবদ্দশায় এত বড় জানাজার নামাজ আর কখনও দেখিনি।’

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকাজুড়ে লাখো মানুষের ঢল নামে।

জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

সরেজমিনে দেখা যায়, জানাজার নামাজ শুরুর আগেই অনেকে অশ্রুসিক্ত নয়নে দু’হাত তুলে সৃষ্টিকর্তার কাছে হাদির জন্য দোয়া করেন। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়। এর মধ্যে ছিল—
‘তুমি কে, আমি কে? হাদি, হাদি; আমরা সবাই হাদি হবো’,
‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই।’

জানাজায় অংশ নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন বলেন, ‘আমার জীবদ্দশায় এত বড় জানাজার নামাজ আর কখনও দেখিনি। তবে দুর্ভাগ্য, শেষ বারের মতো হাদি ভাইকে একবার চোখের দেখা দেখতে পারিনি।’

একই অনুভূতির কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল রানা। তিনি বলেন, ‘শুনেছি জিয়াউর রহমানের জানাজায়ও অনেক মানুষের উপস্থিতি ছিল। কিন্তু সে সময় আমার জন্ম হয়নি। আমার জীবদ্দশায় দেখা সবচেয়ে বড় জানাজার নামাজ এটি। দোয়া করি, আল্লাহ যেন হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।’

এ সময় শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান, দ্রুততম সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনা হোক। তাদের ভাষ্য, হাদি নিজেও চাইতেন—যদি তাকে হত্যা করা হয়, অন্তত সেই হত্যার বিচার যেন হয়।

জানাজা শেষে শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরেই তাকে দাফন করা হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com