ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সাধারণ মানুষ। রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে হাদির কবর প্রাঙ্গণে।
শুধু সাধারণ মানুষ নয়, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী দলের নেতৃবৃন্দরাও বিশেষ করে গতকাল যারা হাদির জানাজায় অংশ নিতে পারেননি, তারাও আসছেন কবর জিয়ারত করতে। এছাড়া সেখানে এছেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শোকস্তব্ধ মুহূর্তে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, এমন নেতার প্রয়াণ যেন জাতির জীবনে আর না ঘটে। এছাড়া হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রযন্ত্রের কোনো ব্যর্থতা আছে কিনা তা খতিয়ে দেখতেও আহ্বান জানাচ্ছেন তারা।
এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবি কাজী নজরুলের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয়।তার আগে, শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার হাদির জানাজা সম্পন্ন হয়। তার বড় ভাই জানাজার নামাজ পড়ান। হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com