ছবি: সংগৃহীত
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্র আচরণ ও হুমকি, হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
দিল্লি, ২০ ডিসেম্বর – শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটের সামনে উগ্র আচরণ এবং হুমকি দেওয়ার একটি ঘটনা ঘটেছে। কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে এসে চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে হুমকি প্রদান করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এই ঘটনার সময় তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে উপস্থিত হয়। তারা কিছু সময় ধরে চিৎকার করে বাংলা ও হিন্দি ভাষায় স্লোগান দিতে থাকে। স্লোগানগুলোর মধ্যে ছিল ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’।
এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বলেন, “শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তারা হাইকমিশনের গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তাদের আচরণ ছিল অত্যন্ত উগ্র।”
ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে ডিফেন্স উইংয়ের সাথে বৈঠকে বসেন। বৈঠকে ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা জানান, “তারা চিৎকার করে চলে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” তবে, এই ঘটনার কারণে হাইকমিশনারের নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।
এই ঘটনায় বাংলাদেশের হাইকমিশন এখন নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com