ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে গণতান্ত্রিক ও প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছিল, বর্তমান বাস্তবতা সেই পথ থেকে অনেকটাই সরে গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনোভাবেই মবক্রেসি বা দলবদ্ধ সহিংসতার প্রতীক নয়। অথচ অভ্যুত্থানের নাম ব্যবহার করে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি স্পষ্ট করে জানান, জুলাই গণঅভ্যুত্থানের নামে সংঘটিত কোনো মব কার্যক্রমকে এনসিপি সমর্থন করে না।
তিনি অভিযোগ করেন, জুলাইয়ের স্লোগানকে অপব্যবহার করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের রাজনীতি ও নির্বাচনকে একটি নির্দিষ্ট দিকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, প্রকৃত জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। সেটিকে বিকৃত করে মবক্রেসির রূপ দেওয়া হলে তা দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com