প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন — ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে বিদেশে পাঠানোর জন্য পোস্টাল ব্যালটের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ভোটের দিন যত কাছে আসবে, মানুষের মনে থাকা ভয় ও সংশয় ততটাই দূর হবে। রাজনৈতিক দলসহ দেশের সবাই একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং দেশের মঙ্গল প্রত্যাশা করে।
তিনি জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও কারাবন্দিদের ভোট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
নাসির উদ্দিন বলেন, ‘৫৪ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করা হলো। পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।’
ভোটের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং ভোটগ্রহণ একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।
পোস্টাল ব্যালট ব্যবস্থাকে একটি সম্ভাবনাময় মডেল উল্লেখ করে সিইসি বলেন, ‘এই পদ্ধতি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও একটি উদাহরণ হতে পারে। প্রথমবার হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা সন্তুষ্ট। সামনে এটি আরও বিস্তৃত হবে।’
চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট চালু করতে নানা ধরনের প্রতিবন্ধকতা এসেছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন হবে একটি আনন্দঘন ও অংশগ্রহণমূলক ভোট উৎসব।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com