চট্টগ্রামের হাটহাজারীতে আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ (ফাইল/সংগৃহীত
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে শতাধিক দুর্বৃত্ত এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে শতাধিক লোক আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে এসে হামলা চালায়। তারা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। প্রায় ১৫ মিনিট ধরে তারা তাণ্ডব চালালেও কোনো ধরনের লুটপাট করা হয়নি বলে জানিয়েছেন বাড়ির কেয়ারটেকাররা।
ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন না। বাড়িতে দুজন নারী কেয়ারটেকার অবস্থান করছিলেন।
বাড়ির কেয়ারটেকার রোকেয়া বেগম জানান, হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভাঙচুর চালায় এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com