ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:২০ এএম, ২২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

আগে হাদী হত্যা বিচার, তারপর নির্বাচন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

প্রকাশিত : ০৩:২০ এএম, ২২ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি

নিউজ ডেস্ক :

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার প্রক্রিয়ার অগ্রগতি না জানালে আগামীকাল আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শাহবাগের জমায়েত থেকে এ ঘোষণা দেন জাবের। এরপর সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শহীদ হাদি চত্বরে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত কথা জানান।জাবের বলেন, “দীর্ঘ ১৫ মাস ধরে এই সরকারের অন্যায় বৈধতা দেয়া হয়েছে। জনগণ আপনাদের ক্ষমতায় রেখেছে, কিন্তু হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের থাকার কোনো প্রয়োজন নেই।”

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি জানিয়েছেন হাদিকে ধারণ করেছেন, কিন্তু খুনের বিচারের জন্য আপনি কী পদক্ষেপ নেবেন, তা এখনও বলেননি। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করা আবশ্যক। এরপরেই নির্বাচন হতে পারে।”

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উল্লেখ করে জাবের বলেন, “আপনি হাসতে হাসতে বলেন, খুনির মুক্তি দেওয়া আমার দায়িত্ব নয়। আপনার কাজ দায়িত্ব অস্বীকার করা নয়, জনগণের প্রত্যাশা পূরণ করা।”

তিনি আরও বলেন, “জনগণ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল কি দায় অসীকার করার জন্য? আপনার কি কোনো দায় নেই? বিচার নিশ্চিত না হলে কোনো নির্বাচন হবে না।ইনকিলাব মঞ্চের এই হুঁশিয়ারিতে স্পষ্ট হয়েছে যে, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি না হলে তারা আগামীকাল শাহবাগে পুনরায় অবরোধের ঘোষণা দিতে পারে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com