ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:২৭ এএম, ২২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

‘প্রজাপতি’ প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

প্রকাশিত : ১২:২৭ এএম, ২২ ডিসেম্বর ২০২৫

নিবন্ধন সনদ গ্রহণ করছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান

নিউজ ডেস্ক :

নির্বাচন কমিশন (ইসি) আমজনতার দলের নিবন্ধন আবেদন চূড়ান্তভাবে মঞ্জুর করে দলটিকে ‘প্রজাপতি’ প্রতীকে নিবন্ধন সনদ দিয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের হাতে এই নিবন্ধন সনদ হস্তান্তর করেন।

নিবন্ধন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারেক রহমান জানান, আমজনতার দল কোনো রাজনৈতিক জোটে যাবে না। তিনি বলেন, “আমরা ৩০০টি আসনেই নিজস্ব প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেব। দল হিসেবে অনেক পিছিয়ে আছি, তবে সততা ও স্বচ্ছতার মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করায় আমজনতার দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর নীতিগতভাবে দলটির নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৯ ডিসেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ করা হয়। আপত্তি নিষ্পত্তি শেষে দলটিকে আনুষ্ঠানিক নিবন্ধন প্রদান করা হয়।

উল্লেখ্য, নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে গত ৪ নভেম্বর আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান নির্বাচন কমিশনের সামনে ‘নিবন্ধনের দাবিতে আমরণ অনশন’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রায় ১৩৪ ঘণ্টা অনশন পালন করেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভেঙে দেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com