ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫
মোঃ ফাহাদ হাসান ভূইয়া (দেবিদ্বার)। :
প্রকাশিত : ০১:১২ এএম, ২২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

দেবিদ্বারে ২০০ আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশিত : ০১:১২ এএম, ২২ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

মোঃ ফাহাদ হাসান ভূইয়া (দেবিদ্বার)। :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১ নং শালঘর ইউনিয়নে আজ রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–তে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের প্রায় **২০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

স্থানীয় সময় সকালে ঝাড়ু চেয়ারম্যানের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যদিও প্রধান নেতা চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে থাকায়, আলম হাজারী সদস্য ও টিটু মইশান আনুষ্ঠানিকভাবে নবযোগদানকারীদের নেতৃত্ব দেন এবং দলীয় পতাকা–ফুল দিয়ে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নতুন যোগদানকারীরা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী–কে ফুল দিয়ে শুভেচ্ছা ও সমর্থন জানান।স্থানীয় বিএনপি নেতা বলেন, এই যোগদানের মাধ্যমে শালঘর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে এবং আসন্ন নির্বাচনে দলের পক্ষে মাঠে শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

এ ঘটনার পর কুমিল্লা–৪ অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু আওয়ামী লীগ ও সহশ্রেণীর সমর্থকরা ও প্রভাবশালী সংগঠন এই পদক্ষেপকে সমালোচনা করে বলেছেন, এ ধরনের দলবদল রাজনৈতিক গুরুত্ব বহন করলেও তা তুলনামূলকভাবে বিএনপির মূল নেতা–কর্মীদের প্রতি অসম্মান হয়ে দাঁড়াতে পারে।

তবে দলের অভ্যন্তরীণ নেতা–কর্মীরা বলছেন, নির্বাচনের আগে বিভিন্ন সমাজ ও সংগঠনের নেতাকর্মীদের যোগদান দলের জনপ্রিয়তা ও যুদ্ধাই শক্তি আরও বৃদ্ধি করবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com