সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারত ছাড়বেন নাকি থাকবেন—সে সিদ্ধান্ত মোদি সরকারই নেবে। কিন্তু এ বিষয়ে এখনো ভারত সরকারের নীরবতা প্রশ্নের জন্ম দিচ্ছে। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে কথা বলতেন, কিন্তু এখন আর বলছেন না। কারণ যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিষেধাজ্ঞা বা নির্দেশনা দিয়েছে।
তার দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার সরাসরি সিদ্ধান্ত নিচ্ছে না; বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সিগন্যাল পাওয়া যায় কি না, সেদিকেই তাকিয়ে আছে।
সিপিআইএম নেতার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com