সংগ্রহীত
শহীদ ওসমান হাদির জানাজাকে ‘মেটিক্যুলাস ডিজাইন’ বা পরিকল্পিত নকশা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। তিনি বলেন, এই আয়োজন ছিল ষড়যন্ত্রেরও ঊর্ধ্বে একটি ষড়যন্ত্র।
সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের ‘সমঝোতার রাজনীতি’ শীর্ষক টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন নিলুফার মনি। অনুষ্ঠানে তার বিপরীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ আসনের প্রার্থী হাসান আল মামুন।
টকশোতে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে নিলুফার মনি বলেন, জামায়াতের একটি ‘মেটিক্যুলাস ডিজাইন’ এখনও চলমান রয়েছে। এ প্রসঙ্গে তিনি শহীদ ওসমান হাদির জানাজার কথা উল্লেখ করে বলেন, এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত নকশার অংশ।
এ সময় উপস্থাপক জানাজাটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করলে নিলুফার মনি তা নাকচ করে দিয়ে বলেন, এটি ঐতিহাসিক নয়, বরং ‘মেটিক্যুলাস’। তার ভাষায়, “এই ডিজাইনটার হিসাব অন্যখানে। এটা কিন্তু ষড়যন্ত্রের উপরের ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, জানাজায় যারা বিবেকের তাড়নায় অংশ নিয়েছেন, তাদের উদ্দেশে তিনি কিছু বলেননি। তবে পরিকল্পিতভাবে সারা দেশ থেকে লোক আনা হয়েছে বলে যে আলোচনা রয়েছে, তা গভীরভাবে ভাবার বিষয়। তার দাবি, একটি ‘বিপ্লবী সরকার’ গঠনের চিন্তা থেকেই এমন প্রচেষ্টা চালানো হয়েছিল—যা শুধু তার বক্তব্য নয়, অতীতে একাধিক সাংবাদিকও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে লিখেছেন।
এ সময় উপস্থাপক বলেন, এমন কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। এর জবাবে নিলুফার মনি বলেন, সংসদ ভবনের দিকে কিছু লোক দৌড়ে যাওয়ার ঘটনাসহ বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা লক্ষ্য করা গেছে।
তিনি আরও বলেন, রাজনীতির সঙ্গে অপরাজনীতি, মৃত্যুর সঙ্গে অপমৃত্যু এবং অপমৃত্যুর সঙ্গে আরও অনেক অজানা বিষয় তারা প্রত্যক্ষ করেছেন। এসব বিষয়ে এখনই বিস্তারিত বলার সময় নয় উল্লেখ করে তিনি বলেন, সময় এলে তিনি আরও তথ্য প্রকাশ করবেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com