ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১২:৩৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে সরকার। দীর্ঘ দেড় যুগ পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। তার নিরাপদ আগমন ও জনশৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হবে এবং এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তা রক্ষায় সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশানে যাত্রাপথে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমও দায়িত্বে থাকবে। একই সঙ্গে তার বাসভবন ও কার্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

সরকারি ব্যবস্থার পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও আলাদা নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছালে তারেক রহমানকে দলের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় স্বাগত জানানো হবে। এ উপলক্ষে সম্ভাব্য জনসমাগম শৃঙ্খলাবদ্ধ রাখতে নেতাকর্মীদের প্রতি আগেই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর তার দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com