ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:১৯ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ফেসবুকে ছোট ছেলের বিয়ের খবর প্রকাশ করলেন আসিফ আকবর

প্রকাশিত : ০১:১৯ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার পরিবারে নতুন আনন্দের খবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি তার ছোট ছেলের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এবং অনুষ্ঠানের কিছু পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেওয়া ওই পোস্টে আসিফ আকবর জানান, তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রুদ্রের সহধর্মিণীর নাম লামিয়া তানজিম শ্রেয়সী। তিনি বাদল শাহরিয়ারের কন্যা এবং সম্প্রতি আসিফ আকবর পরিবারের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

ছেলের নতুন জীবনের সূচনার কথা জানিয়ে শিল্পী নবদম্পতির জন্য সবার দোয়া কামনা করেন। একই সঙ্গে রুদ্র ও শ্রেয়সীর দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে আসিফ আকবর তার বড় ছেলে শাফকাত আসিফ রণ-এর বিয়ে সম্পন্ন করেন। বর্তমানে রণ কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি বিষয়ে কর্মরত। কর্মব্যস্ততা ও ছুটি না পাওয়ার কারণে তিনি ছোট ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। এছাড়া বড় পুত্রবধূ ইসমাত শেহরীন ঈশিতাও পরীক্ষার কারণে কানাডাতেই অবস্থান করছেন বলে জানান শিল্পী।

পরিবারের সদস্যদের অনুপস্থিতি অনুভব করলেও সবার প্রতি ভালোবাসা জানিয়ে আসিফ আকবর তার পোস্টে লেখেন সবাই যেন ভালো ও সুস্থ থাকেন।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com