ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

সহিংসতা বন্ধের বার্তা: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মিঠুন

প্রকাশিত : ১২:৪৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি

নিউজ ডেস্ক :

বাংলাদেশের সাম্প্রতিক উত্তপ্ত ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। ওসমান হাদির মৃত্যুর পর পার বাংলায় যে সহিংসতা ও অশান্তির চিত্র সামনে আসছে, তা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশের সঙ্গে তার আবেগগত সম্পর্ক রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তার ভাষায়, “এই পরিস্থিতির জন্য খুবই দুঃখ লাগে। এই বাংলাদেশকে আমি আর চিনতে চাই না, জানতেও চাই না। সব কিছুরই একদিন শেষ আছে। উপরওয়ালা সব দেখছেন, এর মূল্য সবাইকেই দিতে হবে।”

শুধু মিঠুন চক্রবর্তী নন, পার বাংলার আরও অনেক শিল্পীও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেতা দেব বলেন, সাম্প্রতিক খবর দেখে তার মাঝেমধ্যে ভয় লাগছে। তিনি মনে করেন, এমন অশান্তি কাম্য নয়। দেব বলেন, “আমি চাই সবাই শান্তিতে থাকুক। শেষ পর্যন্ত দু’বেলা খাবার আর মাথার ওপর একটা ছাদ থাকলেই মানুষের শান্তি। কিন্তু মানুষে মানুষে আঘাত এলে ভয়টা আরও বাড়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা, আমরা সবাই যেন ভালো থাকি।”

অভিনেত্রী কোয়েল মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীও সামাজিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, সহিংসতা কোনো সমস্যার সমাধান হতে পারে না।

 

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com