সংগৃহীত
জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমানের প্রেম এবার নতুন ঠিকানায় পৌঁছাল। দীর্ঘদিনের আলোচিত সম্পর্কের ইতি টেনে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেন রাফসান সাবাব। একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি জানান, পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়েই তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। সেই সঙ্গে নবদম্পতির জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।
রাফসানের এই ঘোষণার পর থেকেই বিনোদন অঙ্গনে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। সহকর্মী ও ভক্তদের অভিনন্দনে মুখর হয়ে ওঠে সামাজিক মাধ্যম। তবে এর মধ্যে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের মন্তব্যটি আলাদাভাবে নজর কাড়ে।
আবেগঘন প্রতিক্রিয়ায় সাফা কবির লেখেন, এই দৃশ্য তার চোখে একেবারেই অনন্য। আনন্দে তার হৃদয় ভরে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি নতুন জীবনে রাফসান ও জেফারের জন্য সৃষ্টিকর্তার অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা কামনা করেন এই অভিনেত্রী।
দীর্ঘ সময় ধরে দেশের বড় বড় অনুষ্ঠান ও শো উপস্থাপনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাফসান সাবাব। অন্যদিকে, জেফার রহমান তার কণ্ঠের জাদু ও স্বতন্ত্র স্টাইলের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। বিনোদনের দুই ভিন্ন জগতের এই দুই সফল মানুষের একসাথে পথচলা ইতোমধ্যেই আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com