লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ পেয়েছে মৌলিক গান ‘তুমি নেই বলে’
গীতিকার শেখ আলমাছের কথায় এবং হৃষীকেশ রকির সুর ও সংগীতায়োজনে নতুন মৌলিক গান ‘তুমি নেই বলে’ প্রকাশ পেয়েছে। পাওয়ার ভয়েজ খ্যাত কণ্ঠশিল্পী সজলের কণ্ঠে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
শুক্রবার গানটি সুরবিন্দু মিউজিক ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই গানটি সংগীতপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
গানটি সম্পর্কে জানতে চাইলে কণ্ঠশিল্পী সজল বলেন, গানটির কথা ও সুর তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি জানান, নিজের সর্বোচ্চটা দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছেন এবং আশা প্রকাশ করেন—শ্রোতারা গানটি উপভোগ করবেন।
গীতিকার শেখ আলমাছ বলেন, ‘তুমি নেই বলে’ তার লেখা গানগুলোর মধ্যে একটি বিশেষ গান। তিনি জানান, সংগীত পরিচালক হৃষীকেশ রকি অত্যন্ত যত্ন ও মমতা দিয়ে গানটির সুর ও সংগীত নির্মাণ করেছেন। সব মিলিয়ে গানটি তার কাছে অত্যন্ত প্রিয় এবং শ্রোতাদের প্রতিক্রিয়ার দিকেই এখন তাকিয়ে আছেন তিনি। পাশাপাশি বাংলা গানকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন আলমাছ।
সংগীত পরিচালক হৃষীকেশ রকি বলেন, গানটির কথামালা ছিল অসাধারণ। তিনি চেষ্টা করেছেন সংগীতের মাধ্যমে কথার আবেগকে আরও গভীরভাবে তুলে ধরতে। তার বিশ্বাস, ‘তুমি নেই বলে’ গানটি শ্রোতাদের ভালোবাসা পাবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com