সংগৃহীত
বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে গায়ক ও অভিনেতা তাহসান খান এবং তাঁর স্ত্রী রোজা আহমেদ। মাত্র কয়েক মাসের বিবাহের পর তাদের দাম্পত্য জীবনে ভাঙন ঘটেছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দেওয়া এই দম্পতি চলতি বছরের শুরুতেই আলাদা হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।
তাহসান জানান, “আমাদের বিচ্ছেদ হয়েছে, এটা সত্য। আমরা আর একসাথে থাকছি না। বেশ কয়েক মাস ধরেই আলাদা আছি। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”
এই ঘোষণার পরই সংবাদমাধ্যম, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ফোন কল ও বার্তা নিয়ে তিনি মানসিকভাবে ক্লান্ত। তাহসান বলেন, “প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।”
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ের শেষ দিক থেকেই তাহসান ও রোজা আলাদা বাস করছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে ‘দ্বিতীয় বিয়েও কেন ভাঙল’—এই প্রশ্নে নেটদুনিয়া সরগরম হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে তাহসান খান সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে ফেসবুকে সক্রিয় ছিলেন না তিনি, এবং গত বছর সম্পূর্ণভাবে ফেসবুক ছেড়ে দিয়েছেন। তখন তিনি বলেছিলেন, “দীর্ঘদিন তো ফেসবুক ব্যবহার করেছি। এটা এমন কিছু নয় যে ব্যবহার করতেই হবে। নানা গুজব ও মিথ্যা খবর ছড়ানো হয়। একবার হাসপাতালে একজন অভিনন্দন জানালেন—আমি নাকি বাবা হয়েছি! এসব ভুয়া খবর মানসিক চাপও সৃষ্টি করে।”
তাহসান খান সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন জনপ্রিয়। নাটকে অভিনয় এবং চলচ্চিত্রে কাজের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর তিনি রোজা আহমেদকে বিয়ে করেন। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট এবং এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com