নতুন ওয়েব সিরিজে দাদির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি
বাস্তব জীবনে সন্তানের মা হলেও এবার পর্দায় একেবারেই ভিন্ন চরিত্রে ধরা দিতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নতুন এক ওয়েব সিরিজে তাকে দেখা যাবে ঠাকুর মা বা দাদির চরিত্রে।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ জানিয়েছে, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে তাদের আসন্ন এই সিরিজের শুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী। ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে শ্রাবন্তীর এই নতুন রূপ ঘিরে।
সিরিজটির গল্প আবর্তিত হবে বাংলার এক জেলার বনেদি পরিবারকে কেন্দ্র করে। একটি বিয়ের ঘটনাকে ঘিরে সেখানে ধীরে ধীরে জটিল রহস্যের সৃষ্টি হয়। সেই রহস্যের সূত্র ধরেই সামনে আসেন পরিবারের ঠাকুর মা। দাদির চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জিকে, যিনি বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে রহস্যের পরতে পরতে ঢুকে পড়বেন।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠাকুমা ও নাতনির সম্পর্ক ও রসায়ন এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে। যদিও নাতনির চরিত্রে কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে টলিপাড়া সূত্রে গুঞ্জন, এই চরিত্রে থাকতে পারেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। ছোট পর্দার পরিচিত মুখ দিব্যাণী ‘ফুলকি’ ধারাবাহিক শেষে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন, যার শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। এবার ওয়েব সিরিজে তার উপস্থিতি নিয়েও জোর আলোচনা চলছে।
শ্রাবন্তী ও দিব্যাণীর মুখের মিল নিয়েও ইন্ডাস্ট্রিতে চলছে চর্চা। অনেকের মতে, এই সাদৃশ্য পর্দায় দাদি-নাতনির সম্পর্ককে আরও বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তুলবে।
নতুন চরিত্র নিয়ে শ্রাবন্তী বলেন,
“নতুন বছরে একেবারে ভিন্ন ধরনের গল্পের অংশ হচ্ছি। এবার ঠাকুমার চরিত্রে অভিনয় করব এবং নাতনির সঙ্গে মিলেই রহস্যের জট খুলব।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com