সংগৃহীত
দীর্ঘদিন ধরেই উপস্থাপক রাফসান সাবাব ও কণ্ঠশিল্পী জেফার রহমানের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন আলোচনা থাকলেও এতদিন তারা দুজনই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন। তবে এবার সেই সম্পর্ক বিয়ের বন্ধনে রূপ নিতে যাচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন রাফসান সাবাব ও জেফার রহমান। ইতোমধ্যে বিয়ের প্রয়োজনীয় কেনাকাটা ও পোশাক তৈরির কাজ সম্পন্ন করেছেন এই যুগল।
সূত্র আরও জানায়, বুধবার সকালে অনুষ্ঠিত হবে তাদের গায়ে হলুদ অনুষ্ঠান এবং সন্ধ্যায় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে পারিবারিক আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিয়ে রাফসান সাবাবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অফিসিয়ালি জানাবো। এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
রাফসান সাবাবকে নিয়মিত বিভিন্ন স্টেজ শোতে উপস্থাপক হিসেবে দেখা যায়। বিশেষ করে তার উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘হোয়াট অ্যা শো’ দর্শকদের কাছে বেশ পরিচিত।
অন্যদিকে জেফার রহমান একজন পরিচিত কণ্ঠশিল্পী। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ঝুমকা’, ‘লিচুর বাগানে’, ‘নিয়ে যাবে কি’ ও ‘বয়াম পাখি’। সংগীতের পাশাপাশি সাম্প্রতিক সময়ে অভিনয়েও নিয়মিত হয়েছেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ‘মনোগামী’ ওয়েব কনটেন্টে অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন জেফার।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com