সংগৃহীত
দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নিয়মিত সরব থাকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তারেক রহমানের দেশে ফেরা ইতিবাচক বার্তা বহন করছে বলে উল্লেখ করেন বাঁধন। তিনি লেখেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ শোক, অবিচার ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে। এমন বাস্তবতায় তারেক রহমান ও তার পরিবারের দেশে ফিরে আসা তার মনে নতুন আশার সঞ্চার করেছে।
ওই পোস্টে অভিনেত্রী তারেক রহমানের রাজনৈতিক আচরণ ও ব্যক্তিগত ব্যবহারের নানা দিক তুলে ধরে প্রশংসা করেন। বাঁধনের ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের কথাবার্তায় অন্তর্ভুক্তিমূলক মানসিকতা, স্ত্রী ও কন্যার প্রতি সম্মান প্রদর্শন এবং আনুষ্ঠানিক চেয়ার এড়িয়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসার বিষয়টি তাকে বিশেষভাবে নাড়া দিয়েছে।
এমনকি পরিবারের পোষা প্রাণীর প্রতিও তার সহানুভূতিকে একজন দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে দেখেছেন তিনি।
পোস্টে বাঁধন আরও লেখেন, ‘রাজনীতিতে ছোট ছোট আচরণ অনেক সময় বড় বার্তা দেয়।’ তার মতে, বাংলাদেশ এমন নেতৃত্বের যোগ্য, যারা ক্ষমতার প্রদর্শন নয়, বরং মানুষের সেবার মাধ্যমে আস্থা অর্জন করবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com